বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন 

Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ১৯ : ২০Riya Patra


মিল্টন সেন,হুগলি: আদালত জামিন মঞ্জুর করেছিল। জামিনদার না থাকায় প্রায় দু' বছর ধরে জেল বন্দি ভীন রাজ্যের এক বাসিন্দা। অবশেষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সহযোগীতায় সমস্যা মিটল। কুড়ি হাজার টাকা বন্ডে জামিন পেলেন বিহারের বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা বদ্রি সাহানী(৪৫)।

বিহারে বাড়ি হলেও কর্মসূত্রে বদ্রি সাহানী পাঞ্জাবের ভাটিন্ডায় থাকতেন। সেখানেই তার পরিবার রয়েছে। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গুর থানার পুলিশ বদ্রী সাহানীকে গ্রেপ্তার করে। সিঙ্গুর স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। চন্দননগর জেলে কিছুদিন থাকার পর হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। সেখানেই বন্দি থাকেন বদ্রি। সম্প্রতি হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির প্রতিনিধিরা হুগলি জেল ভিজিট করেন। জেলার ভেতর বদ্রি তাঁদের কাছে জেল মুক্তির কাতর আবেদন জানান। যেহেতু তার কোনও আইনজীবী ছিল না, তাই ডিএলএস তাঁর জন্য আইনজীবীর ব্যবস্থা করেন।

নিম্ন আদালতে জামিন না হওয়ায় জজ কোর্টে আপিল করা হয়। সঙ্কল্প টুডে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ২০ হাজার টাকা বন্ডে জামিন হয় বদ্রি সাহানীর। ডিএলএস এর আইনজীবী ছিলেন সুকান্ত কুমার দাস। বুধবার হুগলি জেল থেকে জামিনে মু্ক্তি পান বদ্রী। এদিন জেল থেকে বেরিয়ে বদ্রি সাহানী বলেছেন, বাড়ি থেকে কীভাবে তিনি হুগলিতে চলে এসেছিলেন তাঁর মনে নেই। তখন তাঁর মাথার ঠিক ছিল না। তিনি বাড়ির ঠিকানাও বলতে পারেননি। পরে জেলে থাকার সময় তার চিকিৎসা হয়। এখন তিনি ভাল আছেন। বাড়ি যাবেন। সেখানে স্ত্রী-ছেলেরা রয়েছে।

 

যদিও তাঁদের ফোন নম্বর না থাকায় কোনও করতে পারেননি। তবে সরাসরি বাড়ি পৌঁছে চমক দিতে চান সকলকে। এই প্রসঙ্গে ডিএলএস এর সম্পাদক মানালী সামন্ত জানিয়েছেন, ২০২৩ সালের ১৪ মার্চ বেল অর্ডার পাশ করার পরেও তার বন্ডের টাকা জমা করতে পারেনি। তাই কুড়ি হাজার টাকার বেল বন্ডে তার জামিন মঞ্জুর হলেও এতদিন জেলেই ছিলেন।  দীর্ঘদিন ধচেষ্টা চালিয়ে গিয়েছেন, বদ্রি সাহানী যাতে জেল থেকে বেরিয়ে তার পরিবারের কাছে যেতে পারেন। সেই লড়াই শেষ হয়েছে। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন, আইনি সহায়তা নিয়ে সারা দেশে কাজ করে থাকে, তারা সাহায্য করেছে।

জেল কতৃপক্ষের তরফে বদ্রি সাহানীর বাড়ি ফেরার সব ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে যাবতীয় ব্যাবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন লিগ্যাল সার্ভিসের প্রধান আইনজীবী সুব্রত গুছাইত কে। মানালী সামন্ত আরও জানিয়েছেন, বদ্রি সাহানীর মতো আরও যারা এরকম অর্থের অভাবে জামিন পেয়েও ছাড়া পাচ্ছেন না। তাঁদের জন্য কাজ করতে প্রস্তুত ডিএলএস।
ছবি পার্থ রাহা।


HooghlyCourtJailChandannagar

নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ানদের বড় সাফল্য, আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালান ব্যর্থ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি 

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

নাবালিকাকে অপহরণ, আটকে রেখে শারীরিক সম্পর্কের অভিযোগ, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তর 

তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট

কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার

মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

৭৫ লক্ষ টাকার ইয়াবা পাচারের চেষ্টা, কোচবিহারে পুলিশের জালে এক মহিলা সহ ৫ অভিযুক্ত

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

সোশ্যাল মিডিয়া